ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সামরিক সহায়তা প্রত্যাহার বহাল থাকবে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১
পাকিস্তানে সামরিক সহায়তা প্রত্যাহার বহাল থাকবে:  যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: সন্ত্রাসবিরোধী যুদ্ধে উদ্যোগ নিতে হবে উল্লেখ করে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দেওয়া তার ৮০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রত্যাহারের আদেশ শিগগিরই তুলে নিচ্ছে না।

 পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের বলেন,  ‘নিরাপত্তা এবং সামরিক দিক থেকে আমাদেরকে সহায়তার বিষয়ে কিছু পরিবর্তন আনতে হবে।

আমাদের প্রচুর সংখ্যায় সেনা দেশটিতে ঢুকতে দিতে হবে।   যদি সব প্রশিক্ষণ সহায়তা দেওয়া হয়, আমাদেরকে সেখানে প্রশিক্ষকদেরকে নিতে হবে। তবে আমাদের বেসামরিক  সহায়তা অপরিবর্তিত থাকবে। ’  

যুক্তরাষ্ট্র গত মাসে সন্ত্রাস মোকাবিলায় পাকিস্তানকে তার দেওয়া ৮০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রত্যাহার করে নেয়। গুণগত সংখ্যক মার্কিন সেনা প্রশিক্ষকদের পাকিস্তান থেকে প্রত্যাহার করে নিতে অনুরোধের পর যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানকে ওই পরিমাণ সামরিক সহায়তা প্রত্যাহার করে নেয়।

নুল্যান্ড বলেন, ‘পারস্পরিক সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে আমাদের একত্রে কাজ করার বিষয়টি নির্ভর করছে সংলাপকে শক্তিশালী করার উপর। ’

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘সুতরাং আমরা এখানে বিশেষ নতুন কিছু দেখছি না। ’ তিনি বলেন, ‘আমরা চাই আফগানিস্তান-পাকিস্তান একসঙ্গে কাজ করুক। এজন্য মূল গ্রুপগুলোকে আমরা সহায়তা দিচ্ছি,  তাদের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য আমরা চেষ্টা করে করে যাচ্ছি এবং এটা আমদের কাছে নতুন কিছু নয়। ’


তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আমদের সম্পর্ক সহজ কিছু নয় কিন্তু দেশটির সঙ্গে সম্পর্ক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।