ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাতির উদ্দেশ্যে আন্না হাজারে- ‘দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১
জাতির উদ্দেশ্যে আন্না হাজারে- ‘দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম’

নয়া দিল্লি: ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলরের পুরোধা সমাজকর্মী আন্না হাজারেকে মঙ্গলবার সকালে আটক করেছে দিল্লি পুলিশ।

গ্রেপ্তারের পর সমর্থক এবং জাতির উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ‘দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম’ শুরু করুন।

তিনি জনগণকে মঙ্গলবার থেকে ‘জেলেভরো‘- বিক্ষোভে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।  

গ্রেপ্তারের কিছুক্ষণ পরই জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার প্রিয় দেশবাসী  ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম’ শুরু হয়েছে এবং আমাকে আটক করা হয়েছে। কিন্তু আমার আটকের মধ্য দিয়ে কী দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শেষ হয়ে যাবে? একদমই নয়. আপনারা এটা হতে দেবেন না। ’

সংসদে শক্তিশালী লোকপাল বিল পাশের জন্য  ৭৩ বছর বয়সী এই গান্ধীবাদী নেতার দুর্নীতির বিরুদ্ধে  মঙ্গলবার সকালে জেপি পার্কে অনশনে যাওয়ার কথা ছিল।

 জনগণকে শান্তি বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আমার দেশবাসী সময় এসেছে যখন ভারতবর্ষে জনতাকে জেলে ভরার মতো কোন জায়গা খালি থাকা উচিৎ হবে না। ’ আমি আমার সমর্থকদের আরেকবার অনুরোধ করব ‘শান্তি বজায় রাখুন এবং কোন সহিংসতা  হতে দেবেন না। কোটি কোটি জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং দ্বিতীয় পর্যায়ের নেতারা এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য অপেক্ষা করে আছে। ’  

আন্না হাজারের পাশপাশি দুজন নামকরা সমাজকর্মী  একজন পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা কিরন বেদী এবং অন্যজন অরবিন্দ খেজরিওয়ালকেও আটক করেছে পুলিশ।   হাজারি বলেন, খেজরিওয়াল, বেদী, প্রশান্ত ভূষণ, মনীশ সিশোদিয়া, অরবিন্দ গাদ, পিভি রাজগোপাল, শান্তি ভূষণ এবং অখিল গোগী বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

তিনি বলেন, অনেকেই আছেন যারা আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং সংগ্রাম চলতে থাকতে হবে।

কিরন বেদী বলেন, দিল্লি পুলিশ এ কাজ করেনি এর পেছনে কারো ‘ঈন্ধন’ আছে। দিল্লি পুলিশের এরকম শান্তিপূর্ণ বিক্ষোভ সামাল দেওয়ার সমক্ষতা আছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।