বেইজিং: চীনে প্রতি চারদিনে একটি আন্তর্জাতিক মানের হোটেল উদ্বোধন হয় । যা চীনকে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত হোটেল বর্ধণশীল দেশে পরিণত করেছে।
সাংহাই মর্নিং পোস্ট দি জোনস ল্যাং লা স্যাল্লে হোটেলের পরিচালিত জরিপকে উদ্ধৃত করে জানায়, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত চীনে কমপকে ৩৬০ টি নতুন আন্তর্জাতিক মানের হোটেল তৈরি হয়েছে।
খবরে বলা হয়, ব্যাপক নগরায়নের ফলেই ওই অল্প সময়ের মধ্যে চীনে এতগুলো আন্তর্জাতিক মানের হোটেল তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পত্রিকাটি জানায়, এত অল্প সময়ের মধ্যে হোটেলের এই সংখ্যা বৃদ্ধি প্রতিযোগিতাকে ভয়াবহ করে তুলেছে।
২০১০ এবং ২০১১ এর প্রথম ছয়মাসে ব্যবসায়ীদের ঘনঘন সফরও এই নতুন হোটেল তৈরিতে ভূমিকা রাখছে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১