ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে চারদিনে একটি আন্তর্জাতিক মানের হোটেলের উদ্বোধন হয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১
চীনে চারদিনে একটি আন্তর্জাতিক মানের হোটেলের উদ্বোধন হয়

বেইজিং: চীনে প্রতি চারদিনে একটি আন্তর্জাতিক মানের হোটেল উদ্বোধন হয় । যা  চীনকে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত হোটেল বর্ধণশীল দেশে পরিণত করেছে।

সাম্প্রতিক একটি জরিপে এ তথ্য জানা গেছে।
 
সাংহাই মর্নিং পোস্ট  দি জোনস ল্যাং লা স্যাল্লে হোটেলের পরিচালিত জরিপকে উদ্ধৃত করে জানায়,  ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত চীনে কমপকে ৩৬০ টি নতুন আন্তর্জাতিক মানের হোটেল তৈরি হয়েছে।  

খবরে বলা হয়, ব্যাপক নগরায়নের ফলেই ওই অল্প সময়ের মধ্যে চীনে এতগুলো আন্তর্জাতিক মানের হোটেল তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পত্রিকাটি জানায়, এত অল্প সময়ের মধ্যে হোটেলের এই  সংখ্যা বৃদ্ধি প্রতিযোগিতাকে ভয়াবহ করে তুলেছে।

২০১০ এবং ২০১১ এর প্রথম ছয়মাসে ব্যবসায়ীদের ঘনঘন সফরও এই নতুন হোটেল তৈরিতে ভূমিকা রাখছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।