ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় কার্বন করবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১
অস্ট্রেলিয়ায় কার্বন করবিরোধী বিক্ষোভ

ক্যানবেরা: প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড স্বতন্ত্র সাংসদ এবং পরিবেশ নিয়ে কাজ করা গ্রীন পার্টির সাংসদের সমর্থন নিয়ে    সবচেয়ে বেশি কার্বন নি:সরণকারীদের কর দিতে হবে এ মর্মে আনীত একটি বিল পাশের বিরোধীতা করে দুই হাজারের ও বেশি বিক্ষোভকারী মঙ্গলবার অস্ট্রেলিয়ার সংসদ ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করছে।


বিক্ষোভকারীরা অভিযোগ করেন গিলার্ড জুলিয়া গত বছর যখন ক্ষমতায় আসেন তখন তিনি এ ধরণের কোন বিল আনার অঙ্গীকারের কথা বলেননি।

অনেকে নতুন করে নির্বাচনেরও দাবি তোলেন।

এই বিল পাশ হলে আগামী বছরের ১ জুলাই থেকে প্রতি মেট্রিকটন কার্বনগ্যাস উৎপাদনকারীদের  ২৩ অস্ট্রেলিয়ান ডলার কর দিতে হবে। বিরোধীদের দাবি গিলার্ডের সংসদে ক্ষমা চাইতে হবে। কারণ কার্বন নিংসরণের জন্য কোন কর আরোপ করা হবে না এমন প্রুতিশ্রুতি দিয়ে গতবছর ক্ষমতায় এসেছিলেন গিলার্ড।


কিন্তু গিলার্ড বলেন, স্বতন্ত্র সাংসদ এবং পরিবেশবাদী  গ্রীন পার্টির সমর্থন নিয়ে তিনি যা করছেন তা ভবিষ্যৎ অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে ভালো পদক্ষেপ। গিলার্ড সংসদে বলেন, ‘এই সিদ্ধান্তের জন্য আমি নিজেই এর দায়িত্ব নেব। আমি বুঝতে পারছি এই সিদ্ধান্তে অনেকেই অখুশি হবেন। ’

গিলার্ড বলেন, আপনি যদি এই অবস্থানে থাকতেন তবে জাতির জন্য মঙ্গলজনক এই সিদ্ধান্ত নিতে হতো। পাঁচ সপ্তাহ বিরতির পর যখনই সংসদ বসতে যাচ্ছে তখনই এই বিক্ষোভের ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।