ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সেপ্টেম্বরে ‘সুনির্দিষ্ট’ পরিকল্পনার ঘোষণা ওবামার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১
সেপ্টেম্বরে ‘সুনির্দিষ্ট’ পরিকল্পনার ঘোষণা ওবামার

ওয়াশিংটন: প্রেসিডেন্ট বারাক ওবামা দুর্বল মার্কিন অর্থনীতিকে সচল করতে সেপ্টেম্বরে ‘সুনির্দিষ্ট’ পরিকল্পনা নেওয়ার  ঘোষণা দিয়েছেন। সোমবার বাসে চড়ে দেশের পশ্চিমাঞ্চলের তিনটি রাজ্য সফরের প্রাক্কালে তিনি এই ঘোষণা দেন।



বর্তমান দুর্বল অর্থনীতি এবং ২০১২ সালের নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালানোর লক্ষ্যেই  বারাক ওবামা পশ্চিমাঞ্চল সফর করছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৯শতাংশ।

লোয়া অঙ্গরাজ্যের ডেকোরায় টাউন হলে সোমবার বিকেলে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি কর্মসংস্থান সৃষ্টি, ঘাটতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে সচল করতে সেপ্টেম্বরে  ‘সুনির্দিষ্ট’ পরিকল্পনা ঘোষণা করবো। এ ব্যাপারে আমার মন্তব্য হচ্ছে এটা ঘোষণা হবে। কোন রকম কারণ দর্শানো ব্যতিরেকেই তা ঘোষণা হবে। ’  

বারাক ওবামা সোমবার সকালে মিনেসোটা সফরের মধ্য দিয়ে মিনোসেটা, লোয়া এবং ইলিনয় অঙ্গরাজ্যে  তিনদিনের সফরে শুরু করার প্রাক্কালে এসব মন্তব্য করেন। লোয়া অঙ্গরাজ্যের ডেকোরায় ওবামা টি পার্টির সদস্যদের সঙ্গে বির্তকে জড়িয়ে পড়েন।

কড়া নিরাপত্তা বাসের এই সফরকে  রিপাবলিকানরা ‘প্রচারণামূলক সফর’ বললেও সরকারি ভাবে হোয়াইট হাউজ  থেকে জানানো হয়েছে জানানো হয়েছে এটা হোয়াইট হাউজ নির্ধারিত সফর।

বিবিসির মারকাস জর্জ ওয়াশিংটন থেকে জানান, ওবামা তার নেতৃত্বের প্রতি আস্থা ফিরিয়ে আনতেই সফর শুরু করেছেন।        
এদিকে রোবাবার  গ্যালাপের এক জরিপে দেখা গেছে বারাক ওবামার জনপ্রিয়তা ৪০ ভাগের ও নীচে নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।