ঢাকা: রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া দেবে ভারতীয় নৌবাহিনী। চলতি মাস ডিসেম্বরের ১৪ থেকে ২১ তারিখ পর্যন্ত এই মহড়ার দিন ধার্য হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।
ভারত ও রাশিয়ার বিশেষ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দল সম্প্রতি বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।
রাশিয়ার পক্ষ থেকে মহড়ায় যোগ দিতে আসছে প্রোজেক্ট ১১৫৫’র অ্যান্টি-সাবমেরিন শিপ, প্রোজেক্ট ৯৫৬’র একটি ডেস্ট্রয়ার, অ্যান্টি-সাবমেরিন হেলিকপ্টার ও একটি ট্যাঙ্কার।
মূলত ২০০৩ সাল থেকে ভারত ও রাশিয়ার মধ্যে যৌথ মহড়ার এই কর্মসূচি পালিত হয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
আইএ