ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী জোড়া বোমা হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
নাইজেরিয়ায় আত্মঘাতী জোড়া বোমা হামলায় নিহত ৩১

নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের আত্মঘাতী জোড়া বোমা হামলায় ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ঢাকা: নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের আত্মঘাতী জোড়া বোমা হামলায় ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (০৯ ডিসেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মাদাগালি শহরের একটি বাজারে এ হামলার ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়।

নাইজেরিয়ার সামরিক মুখপাত্র মেজর বাদারি আকিনতোয়ি জানান, দুই নারী বোমারু মাদাগালি শহরের বাজার ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে পুরো এল‍াকা নিয়ন্ত্রণে নিয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।