ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় আরও ২০০ সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
সিরিয়ায় আরও ২০০ সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুধ্ব বিধ্বস্ত সিরিয়ায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে আরও ২০০ সেনা সদস্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

ঢাকা: যুধ্ব বিধ্বস্ত সিরিয়ায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে আরও ২০০ সেনা সদস্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

শনিবার (১০ ডিসেম্বর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার এ তথ্য জানিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

বাহরাইনের মানামায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তাবিষয়ক এক সংলাপে অ্যাশ কার্টার এ তথ্য জানান।

তিনি বলেন, বিশেষ বাহিনীর প্রশিক্ষকসহ ২০০ সৈন্য ও বিস্ফোরক নিধন দলের উপদেষ্টা মিলে মোট ৩০০ জন সিরিয়ায় যাচ্ছে।

২০১১ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারকে উৎখাতের লক্ষ্যে বিদ্রোহী গোষ্ঠী ও আইএস জঙ্গি বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটিয়ে আসছে। সিরীয় সরকারি বাহিনী তা প্রতিহত করার চেষ্টা অব্যাহত রেখেছে।

এদিকে, জঙ্গি ও সন্ত্রাস দমনের নামে সিরিয়ায় রাশিয়া ও মার্কিন বাহিনী পৃথকভাবে বিমান হামলাসহ বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এসব ঘটনায় প্রায়ই দেশটিতে হতাহত ও নিহতের ঘটনা ঘটছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।