কলকাতা: ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারেকে প্রবল চাপের মুখে তিহার জেল থেকে মুক্তি দেওয়া হলেও তিনি তার সিদ্ধান্তে অনড় রয়েছেন।
তাকে দিল্লি জেপি পার্কে অনশন করতে দিতে হবে, নয়তো তিনি জেল ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ প্রবল চাপের মুখে পড়ে দিল্লি পুলিশ সিদ্ধান্ত নেয় আন্না ও তার সহযোগীদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু রাত সাড়ে ৯টা নাগাদ আন্না জানিয়ে দেন, তার দাবি না মানলে তিনি জেল ছাড়বেন না।
এদিক মঙ্গলবার রাত থেকে অগনিত আন্নার সমর্থক তিহার জেলের সামনে বিক্ষোভ দেখায়। তারা জেলের প্রধান প্রবেশদ্বারে সামনে বসে পড়েন। যা বুধাবার সকাল পর্যন্ত অব্যহত আছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি উত্তাল হয়ে উঠেছে।
এই ঘটনায় ব্যাকফুটে থাকা কংগ্রেসের কোর কমিটি বুধবার বৈঠক বসেছে। মঙ্গলবার আন্নার বিপক্ষে কংগ্রেসের পক্ষে সওয়াল করেন অম্বিকা সোনি, কপিল সিব্বাল এবং পি চিদাম্বরম।
এই ইস্যুতে লোকসভা ও রাজ্যসভা আন্না ইস্যুতে মুলতুবি হয়ে যায় মঙ্গলবার। বুধবারও একই ইস্যুতে দুইকক্ষ উত্তাল হওয়ার সম্ভবনা রয়েছে। বিরোধীরা প্রধানমন্ত্রী মনমোহনের বিবৃতি দাবি করছেন।
উল্লেখ্য আন্না হাজারে লোকপাল বিলে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নাম অন্তর্ভুক্তির দাবিতে অনশনে বসেছেন। তাঁর মূল দাবি দুর্নীতি দেশ থেকে দূর করতে হবে। আন্নার পক্ষে দেশের হাজার হাজার লোক সামিল হয়েছে।
ভারতীয় সময়: ১৩২৪ ঘন্টা, আগস্ট ১৭, ২০১১