ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাজারে মুক্ত, যেখানে খুশি যেতে পারেন: স্বরাষ্ট্র সচিব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১১
হাজারে মুক্ত, যেখানে খুশি যেতে পারেন: স্বরাষ্ট্র সচিব

নয়াদিল্লি: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর কে সিং বুধবার বলেছেন, আন্না হাজারে এখন মুক্ত। তিনি  যেখানে খুশি যেতে পারেন।



 সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্না হাজারে এখন মুক্ত এবং দিল্লি পুলিশ তার সঙ্গে কথা বলছে। আন্না জেপি পার্কে যেতে পারবে কিনা - এই প্রশ্নের জবাবে তিনি বলেন, জেপি পার্কের কোন জায়গায় হাজারেকে অনশন পালন করার অনুমতি দেওয়া হবে দিল্লি পুলিশ সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

হাজারে এবং তার সহযোগী অরবিন্দ খেজরিওয়াল মঙ্গলবার তিহার কারাগারের মহাপরিচালকের সম্মেলন কক্ষে কোন বিছানা ছাড়াই রাত কাটিয়েছেন এবং তারা প্রায় চার ঘণ্টা সেখানে ঘুমিয়েছেন। সরকার তাকে মুক্তি দেওয়ার পর তিনি জেলের ভেতরেই অনশন করছেন।

৭৪ বছর বয়সী আন্না হাজারেকে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে পূর্ব দিল্লির তার বাসভবন ময়ূর বিহার থেকে আটক করে দিল্লি পুলিশ। আটকের আগে পুলিশ তাকে জেপি পার্কে অনশন না করতে অনুরোধ করে। কিন্তু তিনি তার দাবি থেকে সরে আসেন নি।

হাজারে এবং তার সহযোগী  অরবিন্দ খেজরিওয়ালকে প্রথমে উত্তর দিল্লিতে দিল্লি পুলিশ মেসে নেওয়া হয়। পরে তার সমর্থক বিক্ষোভকারীরা সেখানে জড়ো হলে পুলিশ তাকে তিহার কারাগারে স্থানান্তর করে।        

উল্লেখ্য, একটি শক্তিশালী লোকপাল বিল এবং প্রস্তাবিত  দুনীর্র্তি  বিরোধী আইন আরো কঠোর করার দাবিতে আমরন অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন হাজারে। আন্দোলনরত আন্না হাজারেকে মঙ্গলবার সকালে দিল্লিতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দিতে চেয়েছে আদালত। কিন্তু তিনি কারাগার ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সমাজকর্মী  আন্না হাজোরেকে পরে পশ্চিম দিল্লির রাজৌরি পুলিশ স্টেশনে নেওয়া হলে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট কারা হেফাজতে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাজারে তার মুক্তির জন্য দেয়া বিশেষ শর্ত মেনে নিতে রাজি না হওয়ায়  তাকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।

বাংলাদেশ: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ১৭,২০১১    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।