ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাতীয় সংগীত চলার সময় বসে থাকায় গ্রেফতার ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
জাতীয় সংগীত চলার সময় বসে থাকায় গ্রেফতার ১২ ছবি: সংগৃহীত

সিনেমা শুরু হওয়ার আগে পর্দায় জাতীয় সংগীত চলার সময় সিটে বসে থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।    

ঢাকা: সিনেমা শুরু হওয়ার আগে পর্দায় জাতীয় সংগীত চলার সময় সিটে বসে থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।     

ভারতের কেরেলা অঙ্গরাজ্যের ত্রিভানদ্রাম শহরে এ ঘটনা ঘটে বলে বুধবার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, সোমবার সন্ধ্যায় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকরা সিনেমা দেখতে যান। সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত চলার সময় বেশ কিছু দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন না করে তাদের নিজেদের সিটে বসে থাকেন। জাতীয় সংগীত অবমাননাকারী এমন ১২ জনকে গ্রেফতার করা করা হয়েছে।

উল্লেখ্য, ভারতীয় সুপ্রিম কোর্ট সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করেছেন। একই সঙ্গে এ সময় দর্শকদের দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের নির্দেশ‍না দেওয়া হয়েছে। এ বিধি অমান্য করলে রয়েছে শাস্তির ব্যবস্থা। ১৯৬০-৭০ দশকে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন ও দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের বিষয়টি যথাযত মর্যাদায় পালন করা হতো। কিন্তু বর্তমানে তা আগের মতো পালন কর‍া হয় না।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।