নয়াদিল্লি: দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী আটককৃত গান্ধীবাদী নেতা এবং প্রখ্যাত সমাজকর্মী আন্না হাজারে ১৫ দিন অনশন করতে দেওয়ার শর্তে জেল ছাড়তে রাজী হয়েছেন। পুলিশ কর্তৃপক্ষ অনশন করার অনুমতি দেওয়ার পরই আনা হাজারে জেল ছাড়ছেন বলে জানিয়েছেন তার সহযোগীরা।
এদিকে আন্না হাজারের সঙ্গে গ্রেপ্তার হওয়া এবং পরবর্তীতে ছাড়া পাওয়া কিরন বেদী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানান, হাজারে বৃহস্পতিবার বিকাল থেকেই অনশন শুরু করবেন।
গ্রেপ্তার পরবর্তী সময়ে আন্না হাজারেকে সরকার মুক্তি দিতে চাইলে শর্তসাপেক্ষে তিনি মুক্ত হতে রাজী ছিলেন না।
তার গ্রেপ্তারে পুরো ভারত জুড়েই ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে হাজারের সমর্থকসহ দুর্নীতি বিরোধী সাধারণ জনগণ।
এর আগে পুলিশ হাজারেকে তিনদিনের অনশন কর্মসূচি পালন করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছিল।
উল্লেখ্য, একটি শক্তিশালী লোকপাল বিল এবং প্রস্তাবিত দুনীর্র্তি বিরোধী আইন আরও কঠোর করার দাবিতে আমরন অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন গান্ধীবাদী নেতা আন্না হাজারে। আন্দোলনরত আন্না হাজারেকে মঙ্গলবার সকালে দিল্লিতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দিতে চেয়েছিল আদালত। কিন্তু তিনি শর্ত মেনে কারাগার ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
সংবাদদাতারা জানিয়েছেন, এই খবরে তার শত শত সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এই সমর্থকরাও দিল্লি পুলিশ স্টেশনের বাইরে তার আটকের পর থেকে অনশন কর্মসূচি পালন করে আসছিলেন। দিল্লি পুলিশ স্টেশনেই হাজারেকে আটকে রাখা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১