মাদ্রিদ: স্পেনের রাজধানী মাদ্রিদে পোপ ষোড়শ বেনেডিক্টের সফরকে ঘিরে বিক্ষোভ করেছে কয়েক হাজার জনতা। পোপ বৃহস্পতিবার সকালে মাদ্রিদের বারাহাস বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
কেন্দ্রীয় সোল স্কয়ারে স্লোগান দেওয়ার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এর আগে পোপ বিরোধী বিক্ষোভে ইন্ধন যোগানের ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ একজন মেক্সিকান ছাত্রকে আটক করে।
পোপ এমন এক সময়ে স্পেন সফর করছেন যখন দেশটিতে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। যদিও আয়োজকরা বলছেন, তীর্থযাত্রীরা নিজেদের অর্থেই আসছেন।
ছয়দিনব্যাপী বিশ্ব যুব দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০ লাখেরও বেশি তীর্থযাত্রী মাদ্রিদে জড়ো হয়েছেন। এই কর্মসূচি আগামী রোববার পোপের নেতৃত্বে এক উম্মুক্ত গণপ্রার্থণার মধ্যদিয়ে শেষ হবে।
বুধবার সন্ধ্যা পর্যন্ত একশোরও বেশি গ্রুপ পোপের এই সফরের নিন্দা জানিয়েছে। এর মধ্যে রয়েছে সরকারের ব্যয় কাটছাটের বিরুদ্ধে আন্দোলনকারী ‘১৫-এম’ - গ্রুপের সদস্যরা- এরা সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। সমকামীদের অধিকারের পক্ষে আন্দোলন পরিচালনাকারী গ্রুপ-যারা ক্যাথলিক শিক্ষার বিরোধী।
‘১৫-এম’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা পোপের সফরের বিরোধী নই। হয়তো অনেকেই আমাদের সঙ্গে একমত পোষণ করবেন, অথবা অনেকে করবেন না। বিষয়টি হচ্ছে এর পেছনে জনগণের অর্থ ব্যয় করা হচ্ছে। ’
বিক্ষোভকারীরা পুরাতন সিটি সেন্টারের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ‘আমার করের টাকা দিয়ে পোপের পেছনে কোন ব্যয় করা চলবে না’ বলে স্লোগান দেয়।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘন্টা, আগস্ট ১৮, ২০১১