রিও ডি জেনেরিও: দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন ব্রাজিলের কৃষিমন্ত্রী ওয়ানার রচি। প্রেসিডেন্ট দিলমা রৌসেফ জানুয়ারীতে ক্ষমতাসীন হওয়ার পর থেকে দুর্নীতির অভিযোগে এই নিয়ে এ পর্যন্ত চারজন মন্ত্রী পদত্যাগ করলেন।
ওয়ানার রচির ভাষায় ‘মিথ্যা অভিযোগ’ এর সঙ্গে একমাস ধরে লড়াই চালিয়েছি। যথেষ্ট হয়েছে আর নয়।
রচি কংগ্রেসে ব্রাজিলের প্রেসিডেন্টের বড় মিত্র ডেমোক্রাটিক মুভমেন্ট পার্টি অব ব্রাজিলের (পিএমডিবি) সদস্য। এজেন্সিয়া ব্রাজিল রচির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কোন প্রমাণ ছাড়াই গত ত্রিশদিনে প্রতিটিদিন আমি মিথ্যা অভিযোগের মুখোমুখি হয়েছি।
স্থানীয় গণমাধ্যমের বলা হয়েছে, পদত্যাগকারী মন্ত্রীর বিরুদ্ধে কৃষি কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়া এবং বিনা ভাড়ায় ভ্রমণের অভিযোগ রয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী নেলসন জোবিম, যোগাযোগমন্ত্রী আলফ্রেদো নাছিমেনতো এবং প্রেসিডেন্ট দিলমা রৌসেফের চীফ অব স্টাফ আন্তনিও প্যালোচি এর আগে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা,আগস্ট ১৮, ২০১১