কাবুল: আফগানিস্তানের হেরাত প্রদেশে বৃহস্পতিবার রাস্তার পাশে পুতে রাখা বোমায় একটি অতিরিক্ত যাত্রীবাহী মিনিবাস বিস্ফোরিত হয়ে কমপক্ষে ১৪ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে। দেশটির প্রাদেশিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা আরও জানান, মিনিবাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে মহিলা এবং শিশুরাও রয়েছে। বাসটি ওবে জেলা থেকে হেরাতের রাজধানীর দিকে যাচ্ছিল। সম্প্রতি হেরাতের নিরাপত্তার দায়িত্ব স্থানীয় আফগান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে একটি মার্কিন ঘাঁটিতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে দুজন আফগান রক্ষী নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা জানান, তালেবান জঙ্গিরা হেরাতে রাস্তার পাশে বোমা পুঁতে রেখেছিল।
গত ডিসেম্বরে ওই এলাকায় একটি বাসে আরেকটি বোমা বিস্ফোরিত হয়ে ১৪ জন মারা গিয়েছিল। সরকারের উপর চাপ প্রয়োগের জন্য বিদেশি সেনা এবং নিরীহ আফগানদের লক্ষ্য করেই এইসব হামলা চালানো হয়ে থাকে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১