হ্যানয়: ভিয়েতনামে ভাইরাসে জ্বরে আক্রান্ত হয়ে ৮১ জন শিশু মারা গেছে। হাত,পায়ের পাতা এবং মুখে তীব্র ব্যাথায় ভুগে এসকল শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ।
প্রায় দশ হাজার শিশু এই রোগে আক্রান্ত বলেও কর্তৃপক্ষ জানায়।
ভিয়েতনামে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি গ্রাহাম হ্যারিসন বলেন, ‘মৃত শিশুদের মধ্যে বেশিরভাগেরই বয়স তিন বছরের নিচে। তিন বছরের নিচে বয়স এমন ৩০ হাজারেরও বেশি শিশু এই রোগে আক্রান্ত। ’
তিনি আরও বলেন, ‘এই রোগ মোকাবেলা করা এক অর্থে চ্যালেঞ্জের। বিগত দুই তিন বছরের তুলনায় চলতি বছরে এই রোগ ব্যাপক হারে বেড়েছে। ’
শিশুদের মধ্যে এইচএফএমডি ভাইরাজ জনিত রোগ খুবই সাধারণ ব্যপার। এই রোগে প্রথমত জ্বর হয়ে মুখে ব্যাথার সৃষ্টি হয়। কিন্তু সাধারণ এই রোগেই প্রতিবছর ভিয়েতনামে প্রচুর শিশু মারা যায়।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১