ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে যাত্রীবাহী বাসে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১
ইসরায়েলে যাত্রীবাহী বাসে হামলা

তেলআবিব: দক্ষিণ ইসরায়েলে যানবাহনকে লক্ষ্য করে পরপর চালানো কয়েকটি হামলায় পাঁচজন নিহত হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর জানানো হয়েছে।



মিসরীয় সীমান্তের কাছে একটি ইসরায়েলি চলন্ত বাসকে লক্ষ্য করে একজন বন্দুকধারী হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলি সূত্রগুলো জানায়, এতে কমপক্ষে দশজন আহত হয়েছে। ওই বাসটিকে ইসরায়েলি অবকাশ যাপন কেন্দ্র ইলাত শহরের উত্তরে রেডসি এলাকা থেকে টার্গেট করা হয়। ইসরায়েলি রেডিওয়ের খবরে বলা হয়, কয়েকজন বন্দুকধারী বেসামরিক লোকজনকে বহনকারী ওই বাসটিতে অতর্কিতে হামলা চালায়। নিরাপত্তা বাহিনী বন্দুকধারীদের পিছু ধাওয়া করেছে।

খবরে আরও বলা হয়, যাত্রীবাহী বাসটিকে প্রথম যেখানে আক্রমণ করা হয়েছিল তার আশেপাশের এলাকায় গোলাগুলি ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল মিশরীয় সীমান্তের ওপার থেকে কেউ গুলি চালিয়েছে।

ইসরায়েলের রেডিও দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, বন্দুকধারীদের বহনকারী একটি যান বাসটিকে অনুসরণ করছিলো। তারপর দুই অথবা তিনজন বন্দুকধারী লাফ দিয়ে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।