মোগাদিসু: সোমালিয়ায় চলতি দুর্ভিক্ষে প্রায় চার লাখ শিশু মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী অ্যান্ড্রু মিচেল। জরুরী ভিত্তিতে দুর্ভিক্ষ মোকাবেলায় উদ্যোগ গ্রহণ করা না হলে এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি বুধবার এক বিবৃতিতে জানান।
১৮ বছর পরে কোনও ব্রিটিশ মন্ত্রী এই প্রথম মোগাদিসু সফর করলেন।
মিচেল আরও বলেন, ‘সোমালিয়ার দক্ষিণাংশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। যদি আমরা এখনই পদক্ষেপ না নেই তাহলে ১৯৯১-৯২ সালের মতো ঘটনা আবারও আমাদের দেখতে হবে। আমাদেরকে সময়ের আগে চলতে হবে নতুবা এতগুলো মানুষকে বাঁচানো অসম্ভব হয়ে দাড়াবে। শুধুমাত্র ক্যাম্প স্থাপন করেই এদের বাঁচানো যাবে না। ’
মোগাদিসুতে মিচেলের সফরকে কেন্দ্র করেই যুক্তরাজ্য সরকার সোমালিয়ায় দুর্ভিক্ষ মোকাবেলায় দুই কোটি ৫০ লাখ ডলার সহায়তা ঘোষণা করেছে। যুক্তরাজ্যের এই অর্থ সহায়তা জাতিসংঘের সংস্থা ইউনিসেফের হাত হয়ে যাবে সোমালী জনগণের কাছে। ইউনিসেফ বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষা উন্নয়নে কাজ করে।
গত ২০ বছরের মধ্যে সোমালিয়া এরকম ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে। সোমালিয়ার মোট জনসংখ্যার অর্ধেকেরই এই মুহূর্তেই খাদ্য সহায়তা দরকার। দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক সহিংসতা এবং খাদ্যাভাবে সোমলিয়ার জনগণ এই চরমাবস্থায় পৌঁছেছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মতে, সোমালিয়ার পাশ্ববর্তী দেশ ইথিওপিয়ার কোবে শরণার্থী শিবিরে প্রতিদিন পাঁচ বছরের নিচে দশজন শিশু খাদ্যাভাবে মারা যাচ্ছে। খাদ্য সহায়তা ঠিকমতো না পৌঁছালে এই মৃত্যুহার আরও বাড়বে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বলেছে, দুই কোটি ৫০ লাখ টাকার অর্থনৈতিক প্যাকেজ সহায়তা এক লাখ ৯২ হাজার মানুষের মধ্যে বিতরণ করা হবে এবং আট লাখ শিশুকে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। এরমধ্যে তিন লাখ শিশুকে পোলিও টিকা, ভিটামিন এ এবং কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে।
জাতিসংঘ বলছে, যদি এখনই সোমলিয়ার দুর্ভিক্ষ মোকাবেলা না করা যায় তাহলে সোমালিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে। তাই অ্যান্ড্রু মিচেল বিশ্বের অন্যান্য দেশগুলোকে সোমালিয়ার দুর্ভিক্ষ মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ নেওয়ারও আহবান জানান।
জাতিসংঘের আবেদনের প্রেক্ষিতে যুক্তরাজ্য পূর্ব আফ্রিকায় সহায়তা দিয়েছে ১১ কোটি ৯০ লাখ ডলার, ফ্রান্স দিয়েছে দুই কোটি ৫০ লাখ ডলার, জার্মানি দুই কোটি ৫০ লাখ ডলার এবং ইতালি দিয়েছে তিন কোটি ডলার।
ইতোমধ্যে অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কনফারেন্স (ওআইসি) ভুক্ত দেশগুলো ৩৫ কোটি ডলার সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১