ওয়াশিংটন: সিরিয়ায় বিক্ষোভকারীদের প্রতি দমন নীতি গ্রহণ করায় যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স, জার্মানী এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বিশ্ব নেতারা আসাদকে এ আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, আসাদের পদত্যাগের সময় হয়েছে। বিক্ষোভকারীদের দমনে সেনা প্রেরণ করায় তার ওপর চাপ বেড়েছে।
ইতিমধ্যে জাতিসংঘের তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, সিরিয়ার শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের ওপর দমন, নির্যাতন চালানোয় নেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার সংস্থার রিপোর্টে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের উচিত হবে বিষয়টি আন্তর্জাতিক আদালতে তোলা।
মানবাধিকার কর্মীরা বলছেন, মার্চ মাস থেকে শুরু হওয়া ৫ মাস দমনাভিযানে এ পর্যন্ত ২ হাজার বিক্ষোভকারীকে হত্যা এবং হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
এক লিখিত বক্তব্যে ওবামা বলেছেন, সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে সাধারণ জনগণ কিন্তু প্রেসিডেন্ট আসাদ তাদের বাধা দিচ্ছেন।
নিজ দেশের মানুষকে কারাগারে আটক রাখা, নির্যাতন এবং হত্যায় ব্যস্ত থাকায় তার দেওয়া সংলাপ ও সংস্কারের প্রতিশ্রুতি মিথ্যায় পর্যবসিত হয়েছে।
তিনি যুক্তরাষ্ট্রে সিরিয়া সরকারের সম্পদ জব্দ, সিরিয়ান জনগণকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ নিষিদ্ধ ও সেখান থেকে প্রেট্রোলিয়াম আমদানির উপরও নিষেধাজ্ঞা জারি করেছেন ওবামা।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স এবং জার্মানীর নেতৃবৃন্দও আসাদকে প্রেসিডেন্টের পদ থেকে দ্রুত সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১