জাওইয়া: জাওইয়া শহরের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার দখলে নিয়েছে লিবিয়ার বিদ্রোহীরা। জাওইয়া রাজধানী ত্রিপোলি থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে।
বৃহস্পতিবার এটি দখলের পর বিদ্রোহীরা পশ্চিমা এক সাংবাদিককে দখল করা রিফাইনারি কমপ্লেক্স দেখাতে নিয়ে যান।
ওই সাংবাদিক জানান, এখানে গাদ্দাফী বাহিনীর কোনো আলামত নেই। শহরের ভেতরে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। বিদ্রোহীরা তেল রিফাইনারী দখল নিলেও শহরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি।
জাওইয়ার নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। কারণ ত্রিপোলি থেকে সড়কপথে তিউনিসিয়া যেতে এই পথ ব্যবহৃত হয়।
এক বিদ্রোহী যোদ্ধা জানান, তারা গাদ্দাফী অনুগত সৈন্যদের হটিয়ে দিয়েছে। সরকারি বাহিনী এখান থেকে পালিয়ে গেছে।
এদিকে বিদ্রোহীরা ‘সাব্রাথা’ নামে প্রাচীন রোমান শহরের নিয়ন্ত্রণ নেওয়ারও দাবি করেছে।
বিদ্রোহীদের দাবি তারা সাব্রাথা শহরের ৯০ শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছে। বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কো স্বীকৃত শহরটি ত্রিপোলি থেকে ৮০ কি. মি. পশ্চিমে। টানা চারদিন যুদ্ধ শেষে বিদ্রোহীরা শহরটির দখল নিয়েছে। শহরটি দখলের পর প্রায় দ্ইু শ’ যোদ্ধা আকাশে গুলি ছুড়ে শহর দখলের উৎসব উদযাপন করেন।
বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১