গাজা: গাজার রাফায় ইসরায়েলের পাল্টা বিমান হামলায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার এই বিমান হামলার কথা স্বীকার করেছে।
দক্ষিণ ইসরায়েলে একটি বাসে বন্দুকধারীদের গুলিতে সাতজন নিহত হওয়ার এক ঘন্টার মধ্যে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী এই হামলা চালালো।
ইসরায়েল এই সন্ত্রাসী হামলার জন্য গাজার জঙ্গি গোষ্ঠীকে দায়ি করেছে। অবশ্য গাজায় হামাস সরকার এই হামলার কথা অস্বীকার করেছে।
ইসরায়েলি হামলা রাফার একটি বাড়িতে আঘাত হানে। হামলায় নিহতদের মধ্যে রয়েছে পপুলার রেসিসট্যান্স কমিটিস (পিআরসি) এর প্রধান ইম্মাদ হাম্মাদ এবং ওই বাড়ির মালিকের ছেলে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, বিমান হামলায় যারা নিহত হয়েছে তারা ইসরায়েলি অবকাশ যাপন কেন্দ্র ইলাত শহরে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিলেন।
ইসরায়েলি সূত্রগুলো জানায়, বাসটিকে ইসরায়েলি অবকাশযাপন কেন্দ্র ইলাত শহরের উত্তরে রেডসি এলাকা থেকে টার্গেট করা হয়।
বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১