নাইপিদো: মিয়ানমারের বিরোধী দলীয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি প্রথমবারের মতো দেশটির নতুন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাচ্ছেন শুক্রবার।
গত নভেম্বরে টানা সাত বছর গৃহবন্দী থাকার পর এই নোবেল বিজয়ী নেত্রী ছাড়া পান।
সু চি এবং থেইন সেইন আজ আলোচনায় বসবেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক মিযানমার কর্তৃপক্ষের একজন কর্তৃপক্ষ জানিয়েছেন।
প্রায় অর্ধশত বছরের সামরিক শাসনের পর গত মার্চ মাসে সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর করে। সাবেক জেনারেল থেইন সেইন নেতৃত্বাধীন বেসামরিক সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করে।
ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি পার্টি সূত্র জানিয়েছে, সু চি মিয়ানমারে তার বাসা ত্যাগ করেছেন। তিনি তার নিজ গাড়িতে করে রাজধানীর দিকে যাচ্ছেন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে।
৬৬ বছর বয়সী এই নেত্রী তার জীবনের বিশাল একটা সময় গৃহবন্দী ছিলেন। গত বছরের নভেম্বরে এক সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে তিনি বন্দী দশা থেকে বাইরে আসেন।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১