ইসলামাবাদ: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মসজিদে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪০ জন। শুক্রবার জুমার নামাজ পরবর্তী সময়ে বোমা হামলার ঘটনা ঘটে বলে জানায় পাকিস্তানের একটি উর্দু টেলিভিশন চ্যানেল।
বোমা হামলায় আহত হয়েছেন কমপক্ষে শতাধিক এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানায় টেলিভিশন চ্যানেলটি।
স্থানীয় সময় বেলা দুইটায় জামরুদ এলাকার একটি মসজিদে এ বোমা বিস্ফোরিত হয়। এলাকাটি মূলত আদিবাসী অধ্যুষিত অঞ্চল এবং আফগানিস্তান সীমান্তের নিকটবর্তী এলাকা।
কয়েক শত মানুষ যখন মসজিদে নামাজ পড়ছিলো তখনই বোমাটি বিস্ফারিত হয়। পুরো মসজিদ ভবনটিই বোমার ধাক্কায় প্রকম্পিত হয়ে ওঠে। এসময় মসজিদটিতে প্রায় সাড়ে তিনশত মানুষ নামাজ পড়ছিলেন।
এখন পর্যন্ত এই হামলার দায়-দায়িত্ব কেউই স্বীকার করেনি। তবে ধারনা করা হচ্ছে বরাবরের মতো এই হামলার জন্য তালেবানরাই দায়ী।
স্থানীয়রা বলেন, বোমাটি মসজিদের ভেতর থেকেই বিস্ফোরিত হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১