ত্রিপোলি: লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদেস সালাম জালুদ বিদ্রোহীদের পক্ষে যোগ দিয়েছেন। সালাম জালুদের পক্ষত্যাগ লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্য আরেকটি বড় ধাক্কা।
একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, গাদ্দাফি ১৯৯০ সালে জালুদকে বরখাস্ত করেন। জালুদ বিদ্রোহী নিয়ন্ত্রিত জিনতানে যাওয়ার উদ্দেশে ত্রিপোলি ত্যাগ করেছেন।
পশ্চিমা মিলিটারি কাউন্সিলের একজন কর্মকর্তা এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, সাবেক প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে তিনি একনায়কের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকে তিনি সমর্থন করেন। ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটা খুব বড় সংবাদ। তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি আমাদের সঙ্গে বিপ্লবে অংশ নিবেন। ’
তিনি জানান, গাদ্দাফির সঙ্গে জালুদের বহু বছর ধরে দেখা-সাক্ষাৎ নেই। জালুদ শনিবার বিদ্রোহী নিয়ন্ত্রিত বেনগাজিতে জনগণের সামনে হাজির হতে পারেন।
বিদ্রোহী শিবিরে জালুদের এই যোগদানের ঘটনা এমন সময়ে ঘটল যখন আন্তর্জাতিক সাহায্যকর্মীরা ত্রিপোলি থেকে শুক্রবার রাতে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং বিশ্বনেতারা গাদ্দাফির সম্ভাব্য পতনের বিষয়ে পরিকল্পনা করছেন।
বিদ্রোহীদের প্রধান নেতা মুস্তাফা আবদুল জলিলের সঙ্গে টেলিফোনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কথা হয়েছে বলে ক্যামেরন জানান, তিনি লিবিয়ার অন্তবর্তীকালীন পরিষদের (টিএনসি) প্রধানের সঙ্গে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির কখন পতন ঘটবে এবং পতনের পর কী ঘটবে তার পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, ‘এখন আনন্দ করার সময় নয়। কিন্তু আমরা আশাবাদী যে, আমাদের মধ্যে অনেকেই যে স্বপ্ন দেখছিলেন আমরা শীঘ্রই সেই স্বপ্নের কাছাকাছি চলে আসছি। ’
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা,আগস্ট ২০, ২০১১