ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উ.কোরীয় নেতার রাশিয়া সফর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১
উ.কোরীয় নেতার রাশিয়া সফর

সিউল: উত্তর কোরীয় নেতা কিম জং ইল রাশিয়া সফর করছেন। এর আগে প্রথম বারের মতো ২০০২ সালে তিনি রশিয়া সফর করেছিলেন।

তবে গত এক বছরের মধ্যে তিনি চীনে তিনবার সফর করেছেন।

কিম এক বিশেষ ট্রেনে করে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর খাসানে পৌঁছান বলে উত্তর কোরীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এই সফরে তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেডভেদের সঙ্গে আলোচনা করবেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এবং তারা উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়েও আলোচনা করতে পারেন।

দক্ষিণ কোরিয়ার ওপর দিয়ে যাওয়া রাশিয়ান কোম্পানীর গ্যাস পাইপলাইন বিষয়ে আলোচনার কথা উত্তর কোরিয়ার। এর আগে রাশিয়ার ওই কোম্পানির কিছু সদস্য গত মাসে উত্তর কেরিয়া সফর করে।

একজন আন্তর্জাতিক গণমাধ্যম কর্মী জানান, ‘এই পাইপলাইন ইস্যু দুই দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে এবং স্বাভাবিকভাবেই উত্তর কোরিয়া চাইবে যে তাদের হাতেই যেন জ্বালানি সরবরাহের চাবিকাঠি থাকে।

উত্তর কোরীয় এক সূত্র জানায়, কিম রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাত করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।