ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘ট্রান্সপারেন্সি অ্যাওয়ার্ড’ পেলেন সৌদি বাদশা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১
‘ট্রান্সপারেন্সি অ্যাওয়ার্ড’ পেলেন সৌদি বাদশা

রিয়াদ:  দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার  জন্য  সৌদি বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ বার্ষিক ‘ট্রান্সপারেন্সি অ্যাওয়ার্ড’ পেয়েছেন।    

সৌদি সাফা বেস্ট মডেল ফাউন্ডেশন নামের একটি সংগঠন তাকে এই পুরস্কার দেয়।

রোববারে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে সাফা বেস্ট মডেল ফাউন্ডেশন বাদশাহর যে বিষয়গুলোর কথা বিশেষভাবে উল্লেখ করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়। এতে বলা হয়, বাদশা দুর্নীতি রুখতে জাতীয় পর্যায়ে  দুর্নীতি দমন কমিশন গঠন করেন।

বাদশার এই উদ্যোগের ফলেই স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়পরায়ণতা এবং অন্যান্য মূল্যবোধগুলোর একটা ভিত্তি তৈরি হয় এবং কাজের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের বিষয়টি সামনে আসে। সাফা ফাউন্ডশনেও এই বিষয়গুলো নিয়ে কাজ করে।  

বাদশা আবদুল্লাকে এই পুরস্কার দেওয়ার কারণ ব্যাখা করে  ফাউন্ডেশন জানায়, এটা দুর্নীতির বিরুদ্ধে  বাদশাহর অক্লান্ত প্রচেষ্টার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমাতে তার অনমনীয় আগ্রহকে নির্দেশ করে। এতে আরো বলা হয়, এটা নাগরিকদের অধিকার এবং কর্তব্য রক্ষায় বাদশাহর জাতীয় সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগকে সামনে আনে।

এই ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ বিন আবদুল রহমান আলু আল সৌদ জানান, অনেক দিক বিবেচনা করেই বাদশাকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাদশা আবদুল্লাহ এ বছরের শেষ দিকে দুর্নীতি দমন কমিশন গঠন করার অধ্যাদেশ জারি করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।