ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্বামী অক্ষম হলে স্ত্রী তালাক দিতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১
স্বামী অক্ষম হলে স্ত্রী তালাক দিতে পারবেন

মানামা: কুয়েতে স্বাস্থ্য পরীক্ষায় একজন স্বামী অক্ষম (যৌন অক্ষমতা) প্রমাণিত হওয়ায় স্ত্রী তাকে তালাক দিয়েছেন।

কুয়েতি দৈনিক আরব টাইমসের খবরে বলা হয়, ওই স্ত্রী আদালতের কাছে দাবি করেন, তিনি যুবতী।

শারীরিকভাবে অক্ষম একজন পুরুষকে বিয়ে করায় তিনি মানসিকভাবে যন্ত্রণায় আছেন।

আদালত পরে ওই স্ত্রীকে তার স্বামীকে তালাক দেওয়ার অধিকার দেয়। ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে কুয়েতে বিবাহ-বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। বিবাহ বিচ্ছেদ এড়াতে ধর্মীয় নেতা এবং পরামর্শকরা স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্নভাবে সম্পর্ক বাড়ানোর উপর জোর দিয়েছেন।  

যৌন অক্ষমতা আরব বিশ্বে একটি স্পর্শকাতর বিষয় এবং এ বিষয়ে খুবই আলোচনা হয়।    

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।