ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে ট্রাক বোমা হামলায় ৮ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
মিশরে ট্রাক বোমা হামলায় ৮ পুলিশ নিহত

ঢাকা: মিশরের সিনাই পেনিনসুলায় একটি নিরাপত্তা চৌকিতে ট্রাক বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন।

সোমবার (০৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

পুলিশ জানায়, বিস্ফোরক ভর্তি একটি ট্রাক নিয়ে উত্তর সিনাইয়ের আর-আরিশ শহরের একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলা চালানো হয়।

এ সময় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।

প্রাথমিক হামলার দায় কেউ স্বীকার না করলেও এ ধরনের ঘটনার পেছনে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জড়িত বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।