কারাকাস: মাথা ন্যাড়ার করার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের প্রতি সংহতি প্রকাশ করেছেন তার সমর্থকরা। মাথা মুড়িয়েছেন তারাও।
রোববার এক টিভি অনুষ্ঠানে শ্যাভেজের হাজার হাজার সমর্থক তার জন্য প্রার্থনা ও গান করে।
কয়েকজন নারী-পুরুষ নিজ নিজ মাথার চুল ফেলে দেওয়ার সময় তাদের উৎসাহ দিতে গানবাজনার আয়োজন করা হয়। ক্যান্সার চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নেওয়ার জন্য মাথার চুল ফেলে দেন শ্যাভেজ। তিনি তার সমর্থকদের দেখে হাসেন এবং তাদের উদ্দেশে হাত নাড়েন।
শ্যাভেজ তার সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, ‘আমরা খ্রিস্টান। যিশু আমাদের ঐক্যবদ্ধ করেছেন। ’ এ ভাষণের পরই তার সমর্থকরা তার সঙ্গে যোগ দেয় এবং টাক হয়ে তাদের চেহারা পরিবর্তন করে ফেলে।
তৃতীয়বারের মতো কেমোথেরাপি নিতে যেতে পারেন বলে শ্যাভেজ জানান। তবে তিনি সুস্থ হয়ে উঠছেন বলে সমর্থকদের আশ্বস্ত করেন। শ্যাভেজ আরও বলেন, ‘আমি অসুস্থ বোধ করছি না, আমি ক্রমেই সুস্থ হয়ে উঠছি। ’
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১