ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চলে গেলেন জনপ্রিয় নেতা জ্যাক লেটন

অনাদি নিমগ্ন, কানাডা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

অটোয়া: কানাডিয়ান সংসদের বিরোধী দলের নেতা জ্যাক লেটন সোমবার ভোর রাতে মৃত্যুবরণ করেন। ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

লাখো মানুষকে কাঁদিয়ে চলে গেলেন কানাডার বিরোধীদলীয় নেতা জ্যাক লেটন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তিনি।

অত্যন্ত জনপ্রিয় নেতা জ্যাক লেটন মে মাসে অনুষ্ঠিত কানাডার পার্লামেন্ট নির্বাচনে লিবারেল পার্টিকে বিপুল আসনে পিছিয়ে ফেলে তার আধা-সমাজতান্ত্রিক দল এনডিপির জন্যে ঐতিহাসিক বিজয় এনে দিয়েছিলেন। ফলে প্রথমবারের মতো তিনি পার্লামেন্টে বিরোধী দলের নেতা নির্বাচিত হন। শারীরিক অবস্থার অবনতি হলে মাত্র দু’ মাস আগে তিনি বিরোধী দলের নেতা’র দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান।

সদাহাস্যজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ত্ব জ্যাক ক্যুইবেক প্রদেশের মন্ট্রিয়ালে ১৯৫০ সালে জন্মগ্রহন করেন। কানাডার রাজনৈতিক ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন বিভিন্ন ক্ষেত্রে তার অসাধারণ অবদানের জন্যে। আজীবন জ্যাক লড়াই করেছেন দারিদ্রের বিরুদ্ধে, পরিবেশ-প্রতিবেশ রক্ষা এবং নারী অধিকার সংরক্ষণে। বিশ্বব্যাপী এইডস বিরোধী আন্দোলনে তিনি ছিলেন অন্যতম পুরোধা। বাংলাদেশ সম্পর্কে তাঁর আগ্রহ ছিল সীমাহীন। জ্যাক প্রবাসী বাঙালিদেরও অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তার বিদায়ে কানাডায় শোকের ছায়া নেমে আসে।

 

বাংলাদেশ সময় ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।