নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের (ক্রেডিট রেটিং) ঋণমান একধাপ নিচে নামিয়ে দেওয়ার কয়েক সপ্তাহর ব্যবধানে পদত্যাগ করলেন ঋণমান নিয়ন্ত্রণকারী সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরসের প্রেসিডেন্ট দেবেন শর্মা।
সংস্থাটি জানায়, সিটি ব্যাংকের প্রধান অপারেশন কর্মকর্তা ডগলাস পিটারসন তার স্থলাভিষিক্ত হবেন।
চলতি বছরের শেষ নাগাদ দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার আগ পর্যন্ত তিনি ওই প্রতিষ্ঠান ‘বিশেষ দায়িত্ব’ পালন করবেন।
ঋণমান নামিয়ে দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র তার ব্যাপক সমালোচনা করে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী টিমোথি গিথনার এক সাক্ষাৎকারে বলেন, সংস্থাটি ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং নিজেদের ভুলভাবে পরিচালনা করেছে।
কিন্তু যুক্তরাষ্ট্রের ঋণমান কমিয়ে দেওয়ার সঙ্গে এই পদত্যাগের কোনো সম্পর্ক আছে কি না তা জানায়নি সংস্থাটি।
কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, ঋণমান নিয়ন্ত্রণের ক্ষেত্রে ‘স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস’-এর কাছে যা স্বচ্ছ, দূরদৃষ্টিসম্পন্ন এবং গ্রহণযোগ্য মনে হবে তাই করে যাবে।
গত বছর কোম্পানিটি তাদের ব্যবসা ক্রেডিট রেটিং এবং ম্যাকগ্রা-হিল ফাইনান্সিয়াল দুটি আলাদা নামে ভাগ হয়ে যাওয়ার ঘোষণা দেয়।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১