ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির তৃতীয় পুত্র গ্রেপ্তার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১
গাদ্দাফির তৃতীয় পুত্র গ্রেপ্তার!

ত্রিপোলি: লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির তৃতীয় সন্তান সাদি গাদ্দাফি গ্রেপ্তার হয়েছেন। গাদ্দাফি প্রশাসনের সাবেক কর্মকর্তারা যখন পার্শ্ববর্তী দেশ তিউনিশিয়ায় পালাচ্ছিল তখনই তাকে গ্রেপ্তার করা হয়।



মুয়াম্মার গাদ্দাফি এই মুহূর্তে কোথায় আছেন তা ঠিক স্পষ্ট নয়। লিবিয়ার জাতীয় অন্তবর্তী পরিষদের প্রেসিডেন্ট মুস্তফা আবদুল জলিল মঙ্গলবার সকালে বলেন, মুয়াম্মার গাদ্দাফি লিবিয়াতেই আছেন না বাইরে কোথাও আছেন তা জাতীয় অন্তবর্তী পরিষদ জানেনা।

এদিকে গুজব উঠেছে যে, গাদ্দাফি এই মুহূর্তে আলজেরিয়াতে থাকতে পারেন। তবে অনেকেই মনে করছেন যে, গাদ্দাফি তার বাব আল-আজিজিয়া ব্যারাকে অথবা লিবিয়ার দক্ষিণে অবস্থান করছেন।

সাদি ছিলেন গাদ্দাফি প্রশাসনের একজন র‌্যাংকধারী জেনারেল। বিগত সাত বছরে তিনি লিবিয়াতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি ছিলেন গাদ্দাফির কূটনৈতিক।

গাদ্দাফির বড় সন্তান মোহাম্মদ তার মায়ের সঙ্গে ত্রিপোলির এক বাড়িতে গৃহবন্দী অবস্থায় আছেন। গতকাল পর্যন্ত তিনি ছিলেন গণযোগাযোগ এবং ডাক সেবা কোম্পানির প্রধান। এই কোম্পানিটি দেশটির যাবতীয় মোবাইল ফোন নিয়ন্ত্রন করে। তিনি লিবিয়ার অলিম্পিক কমিটিরও চেয়ারম্যান ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।