ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির বড় ছেলে পালিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১
গাদ্দাফির বড় ছেলে পালিয়েছেন

ত্রিপোলি: গাদ্দাফির বড় ছেলে মোহাম্মদ গাদ্দাফি গৃহবন্দিত্ব ছেড়ে পালিয়েছেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত লিবীয় রাষ্ট্রদূত আলী সুলেইমান আউজালি এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

আলী সুলেইমান লিবিয়ার বিদ্রোহীদের জাতীয় অন্তবর্তী পরিষদের একজন সদস্য।

মঙ্গলবার সকালে রাষ্ট্রদূত একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, গাদ্দাফির আরও এক সন্তান বিদ্রোহীদের প্রহরা থেকে পালিয়েছে। কিভাবে তিনি পালালেন তা এখনও স্পষ্ট নয়।

রাষ্ট্রদূত আরও জানান, মোহাম্মদ গাদ্দাফিকে তার অনুরোধের প্রেক্ষিতে তারাই বাসায় গৃহবন্দী করে রাখা হয়েছিল। গাদ্দাফির অনুগত বাহিনীই তাকে তুলে নিয়ে গিয়ে থাকতে পারে। আমরা এখনও জানিনা যে কিভাবে তাকে বাসার বাইরে নিয়ে গেল তারা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।