প্যারিস: দেশের আর্থিক সংকট কাটিয়ে উঠতে সরকারের প্রতি নিজেদের ওপর আরও বেশি কর আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের ধনকুবেররা।
মঙ্গলবার আহ্বান জানানো ধনকুবেরদের মধ্যে বিখ্যাত প্রসাধন সামগ্রি বিক্রেতা প্রতিষ্ঠান ল’রিয়েল এবং তেল ব্যবসায়ী কোম্পানি টোটালের মালিকরা রয়েছেন।
ফ্রান্সের সাপ্তাহিক সাময়িকী লা নুভেল অবজারভেতুরের ওয়েবসাইটে প্রকাশিত আবেদনে ১৬টি কোম্পানির নির্বাহীরা, ব্যবসায়ী নেতা ও শিল্পপতিরা এ আহ্বান জানান। মূলত পুঁজির প্রবাহ সচল রাখতেই তারা বিশেষ এ প্রক্রিয়া চালু করার আবেদন জানান।
সম্প্রতি মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট যুক্তরাষ্ট্রের সরকারের কাছে নিজের ওপর কর আরোপের আবেদন করেন। এরই প্রেক্ষিতেই ফ্রান্সের শিল্প মালিকরা বাফেটের ওই সিদ্ধান্ত অনুসরণ করে তাদের ওপর কর আরোপের জন্য ফরাসি সরকারের কাছে আবেদন করেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারাকোজি এরই মধ্যে ধনকুবেরদের নতুন কর আরোপের পরিকল্পনার নিয়েছেন। এর ফলে আগামী ২০১২ সালের বাজেটে ৫০০ থেকে এক হাজার কোটি ইউরো অতিরিক্ত রাজস্ব যোগ করা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১