ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফিকে ধরিয়ে দিলে ১৩ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১
গাদ্দাফিকে ধরিয়ে দিলে ১৩ লাখ ডলার

ঢাকা: গাদ্দাফিকে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে দুই মিলিয়ন লিবিয়ান দিনার বা ১৩ লাখ মার্কিন ডলার ঘোষণা করা হয়েছে। লিবিয়ার এক ব্যবসায়ী এ ঘোষণা দিয়েছেন।

বিদ্রোহীদের জাতীয় কাউন্সিলের প্রধান মুস্তাফা আবদেল জলিল বুধবার সাংবাদিকদের এ কথা জানান। তবে তিনি ওই ব্যবসায়ীর নাম উল্লেখ করেননি।

এছাড়া কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, গাদ্দাফির কোনো সহযোগী বা সহচর যদি তাকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে পারে, তবে ওই সহযোগীর রাষ্ট্রদ্রোহের অপরাধ বা সে যে কোনো অপরাধ করে থাকলে তা ক্ষমা করা হবে। বুধবার এক প্রেস কনফারেন্সে মুস্তাফা আবদেল এ কথা জানান।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।