লস এঞ্জেলস: অ্যাপলের সিইও পদ থেকে পদত্যাগ করলেন স্টিভ জবস। অ্যাপল বিশ্বের নামকরা কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানিগুলোর একটি।
এখন তার স্থানে স্থলাভিষিক্ত হবেন কোম্পানিটির চিফ অপারেটিং অফিসার টিম কুক বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।
দীর্ঘসময় ধরেই স্টিভ অসুস্থতার কারণে ছুটি কাটাচ্ছিলেন কোম্পানি থেকে।
পদত্যাগ বিষয়ে ৫৬ বছর বয়সী স্টিভ বলেন, আমি অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছিনা। একথা আমি আগেই বলেছিলাম যে, এরকম কোনোদিন আসলে তা আমি আগেই জানিয়ে দেবো। আর তাই আমি অ্যাপলের প্রধান নির্বাহীর পদ থেকে আমি সরে দাড়াচ্ছি।
তিনি আরও বলেন, অ্যাপল দিনদিন আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং আমি সামনের সেই সময়ের দিকে তাকিয়ে আছি।
স্টিভ দীর্ঘদিন ধরেই প্যানক্রিয়েটিক ক্যান্সারে ভুগছিলেন। ২০০৯ সালে স্টিভের পাকস্থলী প্রতিস্থাপন করা হয়। কিন্তু পাকস্থলী প্রতিস্থাপনের পরেও নিজেকে যথেষ্ট সুস্থ মনে না করায় তিনি একের পর এক ছুটি নিয়েছেন প্রতিষ্ঠান থেকে।
স্টিভ জবস তার পদত্যাগ বার্তা এক চিঠিতে করে কোম্পানিতে পৌছান এবং চিঠিতে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের সফলতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০১১