ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আগামী সপ্তাহে দেশে ফিরছেন সোনিয়া গান্ধি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১
আগামী সপ্তাহে দেশে ফিরছেন সোনিয়া গান্ধি

নয়া দিল্লি: আগামী সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন ভারতের কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধি। বৃহস্পতিবার কংগ্রেস পার্টি সূত্র এ তথ্য জানায়।



সোনিয়া গান্ধি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। চিকিৎসার জন্য তিনি কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে যান। সেখানে তার সফল অস্ত্রোপচার হয়েছে বলেও পার্টিসূত্র জানায়।

যদিও সোনিয়ার গান্ধির ঠিক কি হয়েছিল এবং তার শরীরের কোথায়ইবা অস্ত্রোপচার হয়েছে তা স্পষ্ট করে কংগ্রেস সূত্র জানাতে পারেনি।

এদিকে বিভিন্ন গণমাধ্যম জানায়, সোনিয়া গান্ধি নিউ ইয়র্কের সোলান কেটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন আছেন।

সোনিয়া গান্ধির দেশে ফেরা ভারতের চলমান সংকট নিরসনে তেমন একটা ভূমিকা রাখবে না বলেও অনেকে মনে করছেন।

৭৪ বছর বয়সী গান্ধিবাদী আন্না হাজারে দুর্নীতির বিরুদ্ধে অষ্টম দিনের মতো অনশণ করছেন। তার এই অনশণ সারা দেশজুরেই ব্যাপক সাড়া ফেলেছে।

সোনিয়া গান্ধিপুত্র রাহুল গান্ধি গতকাল সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। আন্না হাজারে এবং তার সমর্থকদের সামাল দেওয়ার জন্য সরকার কি পদক্ষেপ গ্রহন করেছে সেবিষয়ে তিনি আলোচনা করেছেন বলে জানা যায়।

এদিকে প্রধানমন্ত্রী মনমোহন সিং আন্না হাজারের উদ্দেশ্যে অনশণ ভঙ্গের জন্য এক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে মনমোহন বলেন, আমার বলতে দ্বিধা নেই যে আপনার দৃষ্টিভঙ্গি আমাদের কাজে লাগবে। পুরো জাতির জন্যে আপনার দৃষ্টিভঙ্গি মঙ্গলজনক। কিন্তু আপনার স্বাস্থ্যের কথা চিন্তা করে এবং দেশের সার্বিক অবস্থা চিন্তা করে আপনি এই মুহূর্তে অনশণ ভঙ্গ করুন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।