প্যারিস: লিবিয়ার প্রত্মতাত্ত্বিক নিদর্শন তথা ঐতিহ্য যাতে লুট না হয়ে যায় সে বিষয়ে লিবীয়দের সজাগ থাকতে বলেছে জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।
ইউনেস্কোর পরিচালক ইরিনা বোকোভা এক বিবৃতিতে বলেন, লিবিয়ার চলমান সহিংসতায় যেন সেদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ধ্বংস না হয়ে যায়।
বৃহস্পতিবারের ওই বিবৃতিতে তিনি আরও জানান, লিবিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমরা সচেষ্ট। লিবিয়ার পার্শ্ববর্তী দেশগুলোকে এবিষয়ে এগিয়ে আসতে হবে। আমাদের অভিজ্ঞতা বলে, দেশে সহিংসতা শুরু হলে বিভিন্ন প্রত্মতাত্ত্বিক নিদর্শন এবং স্থাপনাগুলো হয় ধ্বংস করে দেওয়া হয় নয়ত লুট হয়ে যায়।
রোমান সভ্যতার ধ্বংসাবশেষ যে পাঁচটি শহরে রয়েছে তার মধ্যে লিবিয়া একটি।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১