ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘লিবিয়ার প্রত্মতাত্ত্বিক নিদর্শন লুট করবেন না’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১
‘লিবিয়ার প্রত্মতাত্ত্বিক নিদর্শন লুট করবেন না’

প্যারিস: লিবিয়ার প্রত্মতাত্ত্বিক নিদর্শন তথা ঐতিহ্য যাতে লুট না হয়ে যায় সে বিষয়ে লিবীয়দের সজাগ থাকতে বলেছে জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

ইউনেস্কোর পরিচালক ইরিনা বোকোভা এক বিবৃতিতে বলেন, লিবিয়ার চলমান সহিংসতায় যেন সেদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ধ্বংস না হয়ে যায়।

কারণ সেগুলো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবারের ওই বিবৃতিতে তিনি আরও জানান, লিবিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমরা সচেষ্ট। লিবিয়ার পার্শ্ববর্তী দেশগুলোকে এবিষয়ে এগিয়ে আসতে হবে। আমাদের অভিজ্ঞতা বলে, দেশে সহিংসতা শুরু হলে বিভিন্ন প্রত্মতাত্ত্বিক নিদর্শন এবং স্থাপনাগুলো হয় ধ্বংস করে দেওয়া হয় নয়ত লুট হয়ে যায়।

রোমান সভ্যতার ধ্বংসাবশেষ যে পাঁচটি শহরে রয়েছে তার মধ্যে লিবিয়া একটি।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।