ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার পরিবহন খরচ বাড়ানোর একটি বিল পাশের পক্ষে তার মত দিয়েছেন।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, ওবামা কংগ্রেসের কাছে ফেডারেল হাইওয়ে বিল পাশের জন্য আবেদন জানাবেন।
এটি মূলত আগের পরিবহন বিলের নবায়ন। যার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে।
বর্তমান জ্বালানি করসহ কংগ্রেস ৬ বছরের জন্য সাম্রগ্রিকভাবে দুইশো ৩০ বিলিয়ন মার্কিন ডলার কর পরিশোধের চিন্তাভাবনা করছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা রোজা গার্ডেনে পরিবহনমন্ত্রী রে লাহুড, এএফএল-সিআইও প্রেসিডেন্ট রিচার্ড ট্রামকা, মার্কিন চেম্বার অব কর্মাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড চ্যাভমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১১