ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে বিমান দুর্ঘটনায় ২১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১
চিলিতে বিমান দুর্ঘটনায় ২১ জন নিহত

সান্তিয়াগো: চিলিতে এক বিমান দুর্ঘটনায় বিমানের সকল যাত্রীই মারা গেছে। চিলি বিমান বাহিনীর একটি বিমান প্রশান্ত মহাসাগরে ভূপাতিত হলে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় চিলির প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ।



প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্ডারস আলামান্দ শনিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার স্থানীয় সময় আটটা ৪৮ মিনিটে বিমানটি একটি দ্বীপ থেকে উড্ডয়ন করে। এরপর বিমানবন্দরের রাডার থেকে হঠ্যাৎই হারিয়ে যায় বিমানটি। চিলির উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে বিমানটি দুর্ঘটনার কবলে পরে। ’

নিহতদের মধ্যে আটজন বিমান বাহিনী সদস্য, পাঁচজন গণমাধ্যমকর্মী, ছয় জন একটি দাতব্য সংস্থার সদস্য এবং দুইজন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কর্মকর্তা।

জুয়ান ফার্নান্দেজ দ্বীপের কাছে আটটি মৃতদেহ ভাসন্ত অবস্থায় পাওয়া যায়। বাকী দেহগুলো অনুসন্ধানে উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।