ত্রিপোলি: নতুন এক অডিও বার্তায় গাদ্দাফি ত্রিপোলিকে মুক্ত করার আহবান জানিয়েছেন।
লিবিয়ার ৯৫ ভাগেরও বেশিরভাগ এলাকা এখন বিদ্রোহীদের দখলে এলেও রাজধানীকে শত্রুমুক্ত করতে অনুসারীদের তিনি এই আহবান জানালেন।
লিবিয়ার জনগণকে `বিদেশি চরদের’ ‘ঈদুর’ হিসেবে অভিতিহ করে গাদ্দাফি তাদের তাড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে বলেন, "এই দেশ শুধু লিবিয়ার জনগণের, কোনো বিদেশি চরের জন্য নয়। এই দেশ সামাজ্যবাদীদের, ফ্রান্সের, সারকোজির কিংবা ইতালির নয়। ’
বৃহস্পতিবার লিবিয়ার গাদ্দাফি অনুগত টেলিভিশন চ্যানেল আল-উরুবায় প্রচারিত এক নতুন অডিও বার্তায় তিনি এ আহবান জানান।
এদিকে গাদ্দাফির প্রধান কার্যালয় বাব আল আজিজিয়া দখলের এক দিনের মাথায় বুধবার তাকে হত্যা অথবা জীবিত ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে বিদ্রোহী বাহিনী।
বাংলাদেশ সময়: ০৪২০ঘণ্টা, আগস্ট ২৬, ২০১১