ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রী কানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১১
জাপানের প্রধানমন্ত্রী কানের পদত্যাগ

টোকিও: জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ক্ষমতাসীন পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগের ভেতর দিয়ে দেশটিতে পাঁচ বছরের মধ্যে ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পথ উন্মুক্ত হলো।



গত ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির কারণে কানকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়। দুর্যোগ অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ ওঠে এসময় তার বিরুদ্ধে। এছাড়াও পরমাণু দুর্ঘটনাজনিত সঙ্কটকাল উত্তরণে কার্যকরী পদক্ষেপ না নেয়াতেও তিনি কঠোর সমালোচনার মুখোমুখি হন। কারন জাপানের পরমাণু দুর্ঘটনাজনিত নিদারুন অতীত অভিজ্ঞতা রয়েছে।

গত জুনে নাওতো কাণ ঘোষণা দিয়েছিলেন যে, সংসদে তিনটি প্রধানধারা অনুমোদন হলেই তিনি পদত্যাগ করবেন। শুক্রবার ওই তিনটি ধারাই সংসদে অনুমোদন হয়েছে।

ক্ষমসতাসীন ডেমোক্র্যাটিক পার্টি আগামী সোমবার তাদের নতুন প্রধান বেছে নেবে। একই সঙ্গে তিনিই হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।
 
এক ভাষ্যে নাওতো কান বলেন, আমার সময়ের সকল দুর্যোগ আমি দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করেছি। ফুকুশিমার পারমাণবিক দুর্ঘটনা এবং রাজনৈতিক টালমাটাল অবস্থাও সামলে ওঠার চেষ্টা করেছি। কিছু ঘটনা ছাড়া বাকী সবগুলো কাজই আমি সততার সঙ্গে করেছি। এখন আপনারাই আপনাদের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করে নেবেন।

কানের পদত্যাগের পরপরই দেশটির আগামী প্রধানমন্ত্রী কে হতে পারে এনিয়ে বেশ জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অর্থমন্ত্রী ইশিহিকো নোদা, বাণিজ্যমন্ত্রী বানরি কাঈয়েদা, কৃষিমন্ত্রী মিচিহিকো কানো এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারার নাম শোনা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।