ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

এবার ইভানকার পক্ষ নিয়ে সমালোচনায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
এবার ইভানকার পক্ষ নিয়ে সমালোচনায় ট্রাম্প ট্রাম্প ও ইভানকা (ফাইল ছবি)

একের পর এক সমালোচনার সৃষ্টিকারী ডোনাল্ড ট্রাম্প এবার নতুন বিতর্কের জন্ম দিলেন। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট এ যাত্রায় তার মেয়ে ইভানকার পক্ষে সাফাই গেয়ে তুললেন সমালোচনার ঝড়। কেবল ব্যক্তিগত নয়, সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে এই ‘অপব্যবহার’ ঘটিয়েছেন তিনি।

মেয়ের ব্যবসার পক্ষে সরকারি টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে মার্কিন চেইন শপ নর্ডস্ট্রম কর্তৃপক্ষকে শাসানোর অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে।

সম্প্রতি নর্ডস্ট্রম কর্তৃপক্ষ প্রেসিডেন্ট কন্যা ইভানকা ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের পোশাকসহ সব ধরনের পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দেয়।

তাদের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করেন। পরে মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে মন্তব্য লেখেন। যাতেই বাধে বিপত্তি।

টুইট বার্তায় নর্ডস্ট্রমকে দোষারোপ করে ট্রাম্প বলেন, ইভানকার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে।

টুইটে ট্রাম্পের লেখার ভাষা ছিল বেশ আক্রমণাত্মক।

একজন ডেমোক্রেট সিনেটর এমন কাজকে খুবই ‘অনুপযুক্ত’ বলে অভিহিত করেছেন।

ইতোপূর্বে হোয়াইট হাউজের নীতিসংক্রান্ত বিষয় দেখতেন এমন একজন ব্যক্তি এটিকে বলেছেন, এক কথায় ভয়াবহ। নর্ম এইজেন নামের সেই ব্যক্তি নর্ডস্ট্রমকে ট্রাম্পের এমন কাজের বিরুদ্ধে স্থানীয় আদালতের শরণাপন্ন হওয়ারও পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।