নর্থ ক্যারোলিনা: হারিকেন আইরিনের ভয়ে যুক্তরাজ্যের ছয়টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে, নর্থ ক্যারোলিনা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।
নর্থ ক্যারেলিনা, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, দেলওয়ার, নিউজ জার্সি এবং নিউ ইয়র্কে এই জরুরী অবস্থা জারি করা হয়েছে।
হারিকেনটি বর্তমানে তীব্র ঝড় হিসেবে আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে। ঝড়টি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে ক্রমেই শক্তিশালী হয়ে এগিয়ে আসছে।
দেলওয়ার, ম্যারিল্যান্ড, নিউ জার্সি এবং নর্থ ক্যারোলিনার বাসিন্দাদের জরুরী ভিত্তিতে ঘড়বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হারিকেন আইরিন ইতোমধ্যে বাহামায় এবং ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেও নর্থ ক্যারোলিনায় জরুরী অবস্থার ঘোষণা দেন। কারন শনিবার বিকেল নাগাদ হারিকেন আইরিন নর্থ ক্যারোলিনাতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
নিউ ইয়র্কের গর্ভনর অ্যান্ড্রু কেউমো বলেন, জরুরী অবস্থাকালে রাজ্যের সকল সরকারি প্রতিষ্ঠানকে প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছি আমি। যেকোনো পরিস্থিতিই যাতে দ্রুত সামলে উঠতে পারি আমরা।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১১