ত্রিপোলি: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকেই এখন থেকে সরকার চালাবে বিদ্রোহীরা। বিদ্রোহীরা জাতীয় অর্ন্তবর্তী পরিষদ(এনটিসি) গঠন করার পর থেকেই লিবিয়ার অপর শহর বেনগাজী থেকেই যুদ্ধ পরিচালনা করে আসছে।
এনটিসির কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলী তারহুনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘এখন থেকে ত্রিপোলি থেকেই সকল রাজনৈতিক সিদ্ধান্ত এবং কার্যনির্বাহী কমিটি তাদের কাজ পরিচালনা করবে। গণতান্ত্রিক এবং সাংবিধানিক লিবিয়া দীর্ঘজীবি হোক। যুদ্ধে নিহত শহীদদের আত্মত্যাগ অমর হোক। ’
আলী তারহুনি প্রশাসনের আপতকালীন তেল এবং অর্থমন্ত্রী। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রী। এছাড়াও রাজধানী ত্রিপোলির প্রতিরক্ষা প্রধানও তিনি।
তারহুনি আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলেই এনটিসি চেয়ারম্যান মুস্তফা আবদেল জলিল, কার্যনির্বাহী কমিটির প্রধান মাহমুদ জিব্রাইল রাজধানী ত্রিপোলিতে চলে আসবেন।
কিন্তু তারহুনি মুয়াম্মার গাদ্দাফির পতনের বিষয়ে কিছুই বলেননি। গণমাধ্যমকর্মীদের শুধু এতটুকুই বলেন, গাদ্দাফির পতন বিষয়ে যা কিছু বলার তা হয় জলিল বলবে নতুবা জিব্রাইল বলবে।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১১