ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১১
মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৩

মেক্সিকো সিটি: মেক্সিকোর উত্তরাঞ্চলের একটি ক্যাসিনোতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানায় মেক্সিকো পুলিশ কর্তৃপক্ষ।



বন্দুকধারীদের হামলা থেকে বেঁচে যাওয়া একজন বলেন, বৃহস্পতিবার বিকেলে একদল মুখোশধারী ক্যাসিনো রয়ালের ভেতর ঢুকে পড়ে। ঢোকার পর তারা চারিদিকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।

অন্য আরেক প্রত্যক্ষদর্শী জানায়, আগুন লেগে যাওয়ার ফলে ক্যাসিনোর ভেতর বিকট শব্দ করে গ্যাস সিলিন্ডার ফেটে গিয়েছিল। অনেকেই আগুন এবং ওদের কাছ থেকে বাঁচতে বাধরুমে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু আগুন সৃষ্ট গ্যাসের কারণে তারা টিকতে না পেরে মারা যায়।
 
মেক্সিকোর নিউভো লিয়ন রাজ্যের গর্ভনর রদরিগো মেদিনা একটি গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় ৫৩ জন মানুষ মারা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল। অনেক বছরের মধ্যে মেক্সিকো সিটিতে এমন কোনো ঘটনা ঘটেনি।
 
মেক্সিকোর অন্য শহরগুলোর মধ্যে মনটেরির অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। প্রায় ৪০ লাখ মানুষের বসবাস পুরো শহর জুরে। অনেক বছর ধরেই পুরো দেশের অর্থনৈতিক মডেল হিসেবে ধরা হচ্ছে শহরটিকে। কিন্তু গত দুই বছর ধরে মাদকদ্রব্য সংক্রান্ত সহিংসতা ছড়িয়ে পড়েছে শহরটিতে।
 
এই হামলাকে ‘সন্ত্রাসীদের বর্বর হামলা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপ কালডেরন। একই সঙ্গে তিনি সংগঠিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।