আবুজা: নাইজেরিয়ার রাজধানী আবুজায় জাতিসংঘ ভবনে বোমা হামলা হয়েছে। শুক্রবার সকালের এ বোমা হামলায় অন্তত ১০জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ কর্তৃপক্ষ।
বোমা হামলা স্থলে থাকা এক আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী জানায়, ভবনটির নিচ তলা মারাত্বক ক্ষতিগ্রস্থ হয়েছে। জাতিসংঘের এই ভবনে কমপক্ষে ৪০০ জন চাকরি করে।
বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছে। উদ্ধারকারী দল ভবনটি থেকে আহতদের হাসপাতালে সরিয়ে নিচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও জানায় উদ্ধারকারী দল।
সম্প্রতি নাইজেরিয়ায় ইসলামি জঙ্গি গোষ্ঠী এরকম বেশকিছু হামলা চালিয়েছে। গত জুন মাসে বোকো হারাম নামের একটি ইসলামি জঙ্গি গোষ্ঠী পুলিশ সদরদপ্তরে গাড়িবোমা হামলা চালায়।
আবুজা পুলিশ কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানান, ঘটনা তদন্তে আমরা আমাদের পুলিশ এবং বিশেষ বাহিনীকে কাজে লাগিয়েছি। আমরা এখনও দুর্ঘটনায় হতাহতের সংখ্যা জানি না।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১১