সিরত: লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মস্থান সিরতে গাদ্দাফির ঘাটিতে ব্যাপক হামলা চালাচ্ছে ন্যাটো এবং পশ্চিমা বাহিনী। সিরতের ঘাটি হামলায় ব্রিটিশ টর্নেডো বিমান স্ব-নিয়ন্ত্রিত ক্ষেপনাস্ত্র ব্যবহার করছে বলে জানায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সিরতে হামলার জন্য টর্নেডো বিমানগুলোকে বৃহস্পতিবার রাতে রাফ মারহাফ থেকে নিয়ে আসা হয়েছে। সিরতের রাস্তার পাশে বিদ্রোহীরা শক্তিশালী অবস্থান নিয়েছে। বিদ্রোহীরা এক্ষত্রে ট্যাংক এবং রকেট ব্যবহার করছে।
এদিকে লিবিয়ার বিদ্রোহীরা বৈদেশিক সরকারের কাছে লিবিয়ার ফান্ড বাজেয়াপ্ত না করার অনুরোধ জানিয়েছে। যদিও জাতিসংঘ ইতোমধ্যে লিবিয়ার এক কোটি ৫০ লাখ ডলার মুক্ত করে দিয়েছে। মানবতার প্রয়োজনে এই অর্থ মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানায় জাতিসংঘ কর্তৃপক্ষ।
বলা হচ্ছে সিরতের ওই বাংকারটি গাদ্দাফির মূল নিয়ন্ত্রন কেন্দ্র। যদিও গাদ্দাফি সিরতে আছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিরক্ষা মন্ত্রী লিয়াম ফক্স বলেন, ‘এই অভিযানের লক্ষ এই নয় যে গাদ্দাফিকে ধরা। এই অভিযানের মূল লক্ষ হলো গাদ্দাফি প্রশাসনের সকল শক্তি বিনষ্ট করে দেওয়া। ’
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১১