ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

‘ট্রাম্পবিরোধী’ ভালটেন স্টাইনমেয়ার জার্মানির নয়া প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
‘ট্রাম্পবিরোধী’ ভালটেন স্টাইনমেয়ার জার্মানির নয়া প্রেসিডেন্ট ফ্রাংক ভালটেন স্টাইনমেয়ার (ফাইল ছবি)

জার্মানির নতুন প্রেসিডেন্ট হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ভালটেন স্টাইনমেয়ার।

স্থানীয় সময় রোববার (১২ ফেব্রুয়ারি) সংসদ অধিবেশনে সর্বসম্মতিতে তাকে নির্বাচিত করা হয়। তিনি পূর্ব জার্মানির গণতন্ত্রপন্থী মানবাধিকার কর্মী জোয়াকিম গুকের স্থলাভিষিক্ত হলেন।

জোয়াকিম ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করেন। তারও আগে দেশটিতে প্রেসিডেন্ট ছিলেন ক্রিসটিয়ান ভুলফে।

এখন থেকে নয়া প্রেসিডেন্ট ভালটেন স্টাইনমেয়ার দেশের নির্বাহী ক্ষমতার অনেকটাই সামলাবেন। তবে ডোনাল্ড ট্রাম্পবিরোধী হিসেবেও পরিচিত তিনি; বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনায় মুখর ছিলেন স্টাইনমেয়ার। ৬১ বছর বয়সী এই রাজনৈতিক ব্যক্তিত্বের তুমুল জনপ্রিয়তা রয়েছে জার্মানিজুড়ে। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিকভাবে জার্মান রাজনীতির নতুন নেতৃত্বে বেশ পারদর্শী হবেন তিনি, এছাড়া পররাষ্ট্র দফতরে তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাও কাজে দেবে।

শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে জার্মানির সম্পর্ক ফলপ্রসু উন্নয়নে স্টাইনমেয়ারের ভূমিকা অনেকখানি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।