ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১৯৮৬ সালে মার্কিন হামলায় গাদ্দাফি কন্যা মরেননি?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১১
১৯৮৬ সালে মার্কিন হামলায় গাদ্দাফি কন্যা মরেননি?

ত্রিপোলি: ত্রিপোলিতে বাব আল আজিজিয়া কম্পাউন্ডে ১৯৮৬ সালে মার্কিন হামলায় গাদ্দাফির শিশুকন্যা নিহত হয়েছিল বলে যে দাবি করা হয় তা সত্য নয় বলে প্রমাণ মিলেছে। দ্য আইরিশ টাইমস পত্রিকা এর প্রমাণ স্বরূপ কিছু নথিপত্র উদ্ধার করেছে।

নথির তথ্য অনুযায়ী সেই মেয়ে এখনো জীবিত আছেন এবং তিনি লিবিয়ার রাজধানীতে একজন চিকিৎসক হিসেবে কর্মরত।

বাব আল আজিজিয়া কম্পাউন্ডে গাদ্দাফির সেই দত্তক কন্যা হানা মুয়াম্মার গাদ্দাফির ব্যবহৃত একটি কক্ষের সন্ধান মিলেছে। এই কক্ষ থেকে উদ্ধারকৃত নথি দেখে মনে হচ্ছে হানা ত্রিপোলিতেই চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেছেন এবং রাজধানীতে ব্রিটিশ কাউন্সিলে তিনি ইংরেজি ভাষা শিক্ষা নিয়েছেন।

আইরিশ টাইমস পত্রিকার উদ্ধার করা নথিতে আরও দেখা গেছে, লিবিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞান বিভাগের পরীক্ষার খাতায় ‘হানা মুয়াম্মার গাদ্দাফি’ নামটি আরবিতে সই করা। এছাড়া গাদ্দাফির ঔরসজাত মেয়ে আয়িশার সঙ্গে হানার একটি ছবিও উদ্ধার করা গেছে।

২০০৭ সালের ১৯ জুলাই তারিখ উল্লেখিত ত্রিপোলিতে ব্রিটিশ কাউন্সিলের একটি সনদে দেখা যাচ্ছে, হানা সেখানে ইংরেজি ভাষার কোর্সে ‘এ’ গ্রেড পেয়েছেন।

গত ফেব্রুয়ারিতে একটি জার্মান পত্রিকা সুইজারল্যান্ডে গাদ্দাফির সম্পদ জব্দ সংক্রান্ত এমন একটি নথি উদ্ধার করে। ওই নথিতে গাদ্দাফির পরিবারের ২৩ জন সদস্যের মধ্যে হানার নামও রয়েছে।

নথিতে হানার জন্মতারিখ উল্লেখ করা আছে ১৯৮৫ সালের ১১ নভেম্বর। মার্কিন হামলায় কথিত নিহত হওয়ার ঘটনার সময় তার বয়স ছিল ছয় মাস।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।